মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর মুখে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

স্কুলছাত্রীর মুখে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে ধর্ষণচেষ্টা

শনিবার তখন সকাল। ওই সময় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণের জন্য যান এক স্কুলছাত্রী। এ সময় অন্য কোনো শিক্ষার্থী না থাকায় ভুক্তভোগীকে যৌন হয়রানি করেন সাকিব। একপর্যায়ে মুখে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে ধর্ষণচেষ্টাও করেন তিনি। দীর্ঘসময় ওই ছাত্রীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অন্য শিক্ষার্থীরা এলে ভুক্তভোগীকে ছেড়ে দেন সাকিব।

ঘটনাটি ঘটেছে নাটোরে। এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে শহরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে অভিযুক্ত সাজ্জাদুর রহমান সাকিবকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিন আগে নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হন এক স্কুলছাত্রী। গত ২৯ ডিসেম্বর অভিযুক্ত সাকিব ওই ছাত্রীকে কল করে জানান, শনিবার সকাল ৮টা থেকে প্রশিক্ষণ শুরু হবে। সে অনুযায়ী ওই ছাত্রী শনিবার সকালে প্রশিক্ষণ সেন্টারে যান। এ সময় অন্য কোনো শিক্ষার্থী না থাকার সুযোগে ভুক্তভোগীর স্পর্শকাতর স্থানে হাত দেন অভিযুক্ত সাকিব। একপর্যায়ে মুখে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে ধর্ষণচেষ্টাও করেন সাকিব। ধস্তাধস্তির একপর্যায়ে অন্য শিক্ষার্থীরা এলে ভুক্তভোগীকে ছেড়ে দেন সাকিব।

তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী পরিবারকে কিছু না জানালেও সোমবার পরিবারকে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা অর্কিড আইসিটি ওয়ার্ল্ডে গিয়ে পরিচালক সাজ্জাদুর রহমান সাকিবকে মারতে যান। এ সময় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম বিষয়টি সদর থানার ওসিকে জানালে পুলিশ গিয়ে অভিযুক্ত সাকিবকে আটক করে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, যৌন হয়রানির অভিযোগে সাকিব নামে একজনকে আটক করা হয়েছে। সেখানকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ভুক্তভোগীর জবানবন্দি নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]