মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরের শুরুতেই হার দেখলো রিয়াল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

নতুন বছরের শুরুতেই হার দেখলো রিয়াল

লা লিগার গেল আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে চলতি মৌসুমের শুরুটা মোটেই ভালো হলো না স্প্যানিশ চ্যাম্পিয়নদের। নতুন বছরের শুরুতেই হারের মুখ দেখলো কার্লো আনচেলত্তির দল। তাদেরকে হারিয়েছে ভিয়ারিয়াল।

লা লিগায় শনিবার নিজেদের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। ইরেমি পিনো ভিয়ারিয়ালকে এগিয়ে নেয়ার পর রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। কিন্তু পরে জেরার্দ মোরেনোর গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের ফায়দা নিতে থাকে ভিয়ারিয়াল। শুরু থেকে উজ্জীবিত ফুটবলের পসরা সাজিয়ে বসে তারা। ম্যাচের পঞ্চম মিনিটে দারুণ প্রচেষ্টায় দুর্দান্ত গোল পাওয়ার পথেই ছিল স্বাগতিকরা, কিন্তু পোস্টের বাধায় হয়নি।

ভিয়ারিয়ালের এই আক্রমণ চলতে থাকে প্রথমার্ধের বিরতির আগপর্যন্ত। তবে সুবিধা করতে পারেনি তারা। গোলের দেখা পেতে তাদেরকে অপেক্ষা করতে হয় ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৪৭তম মিনিটে মোরেনোর পাস ধরে ডান পায়ের শট কর্তোয়াকে ফাঁকি দেন পিনো। শেষ মুহূর্তে স্লাইড করে বিপদমুক্ত করার প্রাণান্ত চেষ্টা করেছিলেন ফেরলদ মঁদি, কিন্তু কাজ হয়নি।

গোল খাওয়ার পর ম্যাচের ৬৫তম মিনিটে সমতায় ফিরে রিয়াল। সতীর্থের ফিরতি পাস পেয়ে ভিনিসিউস বল বাড়ান বেনজেমাকে। ফরাসি স্ট্রাইকারের শট গোললাইন থেকে ফেরান ফয়েথ।

এরপরই রিয়াল পেনাল্টির দাবি তুলে। রেফারি ভিএআরে দেখেন আক্রমণের শুরুতে বল লেগেছিল ফয়েথের হাতে। এর ফলে পাওয়া স্পট কিকে কোনো ভুল করেননি বেনজেমা।

একটু পর মোরেনোর পেনাল্টি গোলেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। এবার বক্সে ডেভিড আলাবার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এরপর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে রিয়াল।

ম্যাচের ৮৭তম মিনিটে ভিনিসিউসের শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। যোগ করা সময়ে অ্যান্টোনিও রুডিগারের হেডও হয় লক্ষ্যভ্রষ্ট। শেষের বাঁশি বাজার আগে ব্যবধান আরাও বাড়ানোর সুযোগ পেয়েছিল ভিয়ারিয়ালও। কিন্তু আরনট ডানজুমা মিস করেন।

এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো রিয়ালের। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে। ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]