বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জনপ্রতিনিধি হিসেবে মাঠের চালটা ভালোই বুঝেন ম্যাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

জনপ্রতিনিধি হিসেবে মাঠের চালটা ভালোই বুঝেন ম্যাশ

বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের রাজনীতির মাঠে নাম লেখানো নতুন কিছু নয়। তাদের মধ্যে বেশিরভাগই ক্রিকেটার। তারা ক্রিকেট থেকে অবসরের পরপরই রাজনীতিতে প্রবেশ করেন। ঠিক এই জায়গায় একজন অন্যরকম। তিনি মাশরাফী বিন মোর্ত্তজা।

বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকালে মাশরাফীর আলাদা একটা অধ্যায় চোখে পড়ে। যদিও এখন একপ্রকার সাবেক ক্রিকেটার তিনি। তবে অবসর নেননি। এমনিকি জাতীয় দলে থাকা অবস্থায়ই নাম লিখিয়েছেন রাজনীতিতে।

অনেকেই ভেবে বসে ছিলেন, রাজনীতির চাপে এই বুঝি মাশরাফীর ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটলো। তবে সেটা হয়নি, হতে দেননি তিনি। যার কারণে এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন তিনি। এমপি মাশরাফীর বিপিএল যাকে বলে..

বিপিএলে মাশরাফীর অংশগ্রহণটাই যে মুখ্য নয়, সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। বল হাতে সেই আগের মতোই ধারালো নড়াইল এক্সপ্রেস। ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ৭ উইকেট দখল করে বল হাতেও দলের জয়ে অবদান রাখছেন তিনি।

অধিনায়ক হিসেবে বিপিএলে কেমন সফল মাশরাফী? এই প্রশ্নের উত্তরও মাশরাফীর পক্ষেই কথা বলছে। বিপিএলে অধিনায়ক হিসেবে সর্বাধিক চারটি শিরোপা জিতেছেন ম্যাশ। আট আসরের চারবার অধিনায়ক ও একবার খেলোয়াড় হিসেবে শিরোপা লুফে নিয়েছেন।

এই কীর্তি বিপিএলে আর কোনো অধিনায়ক গড়তে পারেননি। ম্যাশের নেতৃত্বে ঢাকা, কুমিল্লা রংপুর ও খুলনা বিপিএিলের শিরোপা ঘরে তুলেছে। এর আগে বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ২০১২ ও ২০১৩ বিপিএলে মাশরাফীর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা।

এরপর ২০১৫ সালে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন তিনি। ২০১৭ সালে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এরপর ২০২০ সালে জেমকন খুলনার জার্সিতে খেলোয়ার হিসেবে শিরোপা জেতেন।

এবার সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব তার কাধে। দায়িত্ব নিয়েই দিয়েছেন চমক। সিলেটের কোচিং স্টাফদের মধ্যে এবার নেই কোনো বিদেশী। এর সফলতাও পেয়েছেন হাতেনাতে। শুরু থেকে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মাশরাফীর সিলেট।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, একজন এমপি হয়েও কিভাবে খেলার মাঠও সামলান মাশরাফী? এই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই ভালো দিতে পারবেন। যেভাবে আজীবন ইনজুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সময়কে সামলে উল্টো রথে ছুটেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]