শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ২০টি সোনার বারসহ যুবক আটক

  |   বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

টেকনাফে ২০টি সোনার বারসহ যুবক আটক

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ মো. ইয়াছ নূর (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় আরও ২ চোরাকারবারি পালিয়ে যায়। এ সময় ৫ কেজি কারেন্ট জালও জব্দ করেন বিজিবি সদস্যরা।

আটক ইয়াছ নূর শাহপরীর দ্বীপের উত্তর পাড়ার মো. জাকারিয়ার ছেলে।

বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সময় সংবাদকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নাফ নদীতে দিয়ে আসা ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো ২টি সোনার বারের বেল্ট এবং ৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উক্ত বেল্টগুলো খুলে ২০টি সোনার বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার সোনার বারের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে আটক ও ২ জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করে আটককে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]