বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আট ইট ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

কুষ্টিয়ায় আট ইট ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকার অবৈধ ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত।

দিনব্যাপী এ অভিযানে পরিবেশ অধিদফতরের ছাড় না থাকা, পরিবেশের জন্য ক্ষতিকর টিনের চিমনি ব্যাবহার করা, কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে গাছের খড়ি ব্যাবহার করাসহ বিভিন্ন অপরাধে আট ইট ভাটা মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে কুমারখালীর চর গোবিন্দপুরের এইচআরবি ব্রিকসকে তিন লাখ টাকা, শিলাইদহের এমএসবি ব্রিকসকে দুই লাখ টাকা, কেআরবি ব্রিকসকে দুই লাখ টাকা, গবিন্দপুরের এসএএন ব্রিকসকে তিন লাখ টাকা, রঘুনাথপুরের আরজেডবি ব্রিকসকে দুই লাখ টাকা, চর চাঁদপুরের এবিসি ব্রিকসকে দুই লাখ টাকা, শ্রীকোলের এমএমএ ব্রিকসকে দুই লাখ টাকা এবং চরসাদীপুরের এআরবি ব্রিকসকে চার লাখ টাকাসহ মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার, সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাসসহ পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, অবৈধ ইট ভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]