বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপ্রতিরোধ্য সিলেটের মুখোমুখি ঢাকা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

অপ্রতিরোধ্য সিলেটের মুখোমুখি ঢাকা

একদিনের বিরতি শেষে সোমবার (১৬ জানুয়ারি) থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম খেলায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্স। সাগরিকায় দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নবম বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে এখনো হারের মুখ না দেখা সিলেট চার ম্যাচে জয় চারটি জয় নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফীর নেতৃত্বে দলটি যেন অপ্রতিদ্বন্দ্বী।

সিলেট স্ট্রাইকার্স দলের অন্যতম তারকা তৌহিদ হ্রদয় ব্যাট হাতে চার ম্যাচে ৩ ফিফটিতে করেছেন ১৯৫ রান। তরুণ এ ক্রিকেটারের স্ট্রাইকরেট ছিল বিধ্বংসী টি-টোয়েন্টিসুলভ। প্রায় ১৬৬ স্ট্রাইকরেটে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন ২২ বছর বয়সী ডানহাতি এ ব্যাটার। তবে আঙুলের ইনজুরির জন্য প্রায় দুই সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেছেন তরুণ এ ব্যাটার।

অন্যদিকে ঢাকা ডমিনেটর্স এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ হার এবং ১ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। আজ কঠিন প্রতিপক্ষের সঙ্গে আরও একটি পরীক্ষা দিতে হবে নাসির হোসেনের দলটির। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের।

১১৮ স্ট্রাইকরেটে ব্যাট করা অধিনায়ক নাসির হোসেন ৩ ম্যাচে করেছেন ১১০ রান, যা ঢাকা ডমিনেটর্সের হয়ে সর্বোচ্চ। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার মোহাম্মদ মিথুন। ১২৫ স্ট্রাইকরেটে এ ব্যাটারের সংগ্রহ ৫৯ রান। দলের হয়ে ব্যাটিংয়ে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি অন্য কোনো ব্যাটাররা।

বোলিংয়েও খুব একটা সফল নয় ঢাকার বোলাররা। তবে সবাইকে ছাড়িয়ে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে দলটির সেরা উইকেট শিকারি জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন। ঢাকার দলের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদ এখন পর্যন্ত দেখাতে পারেননি কোন ঝলক। তিন ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তবে জাতীয় দলের এ বোলার ফর্মে ফিরলে বিপদে পড়তে হবে সিলেটের ব্যাটারদের।

দুই দলের শেষ ৫ দেখায় ৩টিতে জিতেছে ঢাকা এবং ২টিতে জিতে সিলেট। যদিও বর্তমান সেই পরিসংখ্যান কতটা কাজে দেবে তা মাঠেই বোঝা যাবে। কারণ চলতি বিপিএলে এই দুই দলের প্রথম দেখায় ৬২ রানের বড় জয় পেয়েছিল মাশরাফীর সিলেট।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]