
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বালুবাহী ড্রামট্রাক চাকায় পিষ্ট হয়ে আব্বাস আলী পাটোয়ারী (৫০) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্বাস আলী পাটোয়ারীকে (৫০) হাঁসাড়া হাইওয়ে থানা সংলগ্ন এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখী একটি ড্রামট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিমতলার একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাহ্রা ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল হালিম জানান, আব্বাস আলী পাটোয়ারী প্রতি সোমবার কলেজের দায়িত্ব পালন করে ঢাকার চিটাগাং রোডের বাসায় চলে যান। আজ নিজ বাসায় ফেরার পথে তাকে দ্রুত গতির একটি গাড়ি চাপা দেয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
তিনি আরো বলেন, আব্বাস আলী পাটোয়ারী ১৯৯৯ সালে খাহ্রা কলেজে যোগদান করেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের আসাদ আলী পাটোয়ারীর ছেলে।
গণমাধ্যমে এ খবর নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শামীম আল মামুন বলেন, পুলিশ গাড়িটিকে আটক করতে পারেনি। কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ২:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin