বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘন কুয়াশা: উত্তরের হিমেল হাওয়ায় বিপাকে মানুষ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

ঘন কুয়াশা: উত্তরের হিমেল হাওয়ায় বিপাকে মানুষ

দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে বিপাকে পড়েছে জনজীবন। কুড়িগ্রামে আবারও বেড়েছে ঘন কুয়াশার দাপট, সেইসঙ্গে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

কুড়িগ্রামে আবারও বেড়েছে ঘন কুয়াশার দাপট, শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দু’দিন কিছুটা শীত কম পড়লেও আজ (মঙ্গলবার, ১৭ জানুয়ারি) ভোর থেকে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, পঞ্চগড়ে চলছে মৃদ্যু শৈতপ্রবাহ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রীতে ওঠানামা করছে। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৯.৪ ডিগ্রী সেলসিয়াস।
দিনাজপুরে আবারও তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এতদিন কুয়াশার দাপট রাতে সীমাবদ্ধ থাকলেও আজ থেকে বেড়েছে শীতের তীব্রতা।

মেহেরপুরে ৯.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে কাজের সন্ধানে শহরে আসা শ্রমজীবী মানুষরা কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন।

মাঘের হাড় কাপানো শীতে স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। গত কিছুদিন তাপমাত্রা বাড়লেও গতকাল সোমবার থেকে আবার কমতে শুরু করেছে।

গত রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.০ ডিগ্রী সেলসিয়াস, সেটি কমে আজ মঙ্গলবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৯ ডিগ্রী সেলসিয়াস। পাশাপাশি জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া তীব্র শীতে কৃষকের ধান, গম ও আলু রোপণ ব্যাহত হচ্ছে। যার ফলে চলতি মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা কৃষকদের।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]