শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিদের বাংলাদেশে আগমন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

মেসিদের বাংলাদেশে আগমন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফরের অগ্রগতি সম্পর্কে জানাতে বুধবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘণ্টা আগে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে বাফুফে।

প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। মঙ্গলবার (গতকাল) এই সুখবর দিয়েছিল বাফুফে। অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাতে আজ (বুধবার, ১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনও ডাকা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেই সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে খেলতে আসার বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) মৌখিকভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এশিয়ার কোনো একটি দলের বিপক্ষে ঢাকার মাঠ মাতাবেন মেসি-ডি মারিয়ারা। তবে তার আগে বাংলাদেশে এসে সব সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে যাবে দেশটির ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘণ্টা আগে সম্মেলনটি স্থগিত করেছে বাফুফে। সকাল ১১ টার দিকে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এক দশকেরও বেশি সময় আগে বাংলাদেশে পা রেখেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ খেলতে আসা দলটা তখন বিশ্বচ্যাম্পিয়ন ছিল না। তবে দর্শকদের মন ঠিকই মাতিয়ে গিয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]