বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কে হচ্ছেন জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

কে হচ্ছেন জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি

রাজনৈতিক অঙ্গনে ধোঁয়াশা সৃষ্টি করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তের পর তার উত্তরসূরি কে হবেন, এ নিয়ে শুরু জল্পনা-কল্পনা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তালিকায় রয়েছেন জেসিন্ডা আরডার্নের দল লেবার পার্টির চারজন। যিনি নির্বাচিত হবেন তিনি আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতার দায় স্বীকারের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৯ জানুয়ারি আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এরপর থেকে কে জাসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জেসিন্ডা আরডার্নের দল লেবার পার্টির চারজন। এর মধ্যে ক্রিস হিপকিন্স ২০০৮ সালে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে প্রথম পার্লামেন্টে যোগ দেন। নিজ দক্ষতায় বর্তমানে মন্ত্রণালয়ের জনসেবা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি। এ ছাড়া বিচারমন্ত্রী কিরি অ্যালানও আছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। ২০১৭ সালে পার্লামেন্টে যোগ দেয়ার আগে অ্যালান কৃষিশিল্পে একজন ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

অন্যদিকে, তালিকায় আছেন মাইকেল উড যিনি ২০১৬ সালে উপনির্বাচনে বড় ধরনের জয় দিয়ে পার্লামেন্টে যোগ দেন। ২০২২ সালের মাঝামাঝি মন্ত্রিসভার রদবদলে অভিবাসন বিভাগে যুক্ত হন তিনি। রয়েছেন নিউজিল্যান্ডের প্রবীণ সংসদ সদস্য নানিয়া মাহুতাও।

ক্ষমতাসীন লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচনে ভোট হবে ২২ জানুয়ারি। তিনিই পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রীর পদে। আগামী ১৪ অক্টোবর দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]