বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হারিয়ে দেওয়ার নির্বাচনে বিএনপি আর যাবে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

হারিয়ে দেওয়ার নির্বাচনে বিএনপি আর যাবে না : মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হারিয়ে দেওয়ার নির্বাচনে বিএনপি আর কখনো যাবে না। সরকারের প্রতারণা ও ছলনায় মানুষ আর ভুল করবে না। বাংলাদেশ সাধারণ মানুষের দেশ, এই দেশে জজ-ব্যারিস্টার, এমপিদের যে অধিকার একজন সাধারণ মানুষেরও তা-ই। কিন্তু এই সরকার মানুষের সব অধিকার নষ্ট করে দিয়েছে। তাই নিজের কথা, নিজের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে।

গতকাল শনিবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের গণতন্ত্র হলো চুরি, লুট ও টাকা পাচার করার গণতন্ত্র এবং মানুষকে হত্যা করার গণতন্ত্র। আওয়ামী লীগ গত ১৪ বছরে নাশকতা ও সন্ত্রাস করে এই দেশকে শ্মশানে  পরিণত করেছে। অথচ বিএনপি মিছিল-মিটিং করতে গেলেই নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তা বন্ধ করে দেওয়া হয়। বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আর কোনো কথাই শোনা হবে না।’

ফখরুল আরো বলেন, ‘এই সরকার ১৪ বছর ধরে এই দেশ ও মানুষের বুকের ওপর পাথরের মতো বসে আছে। এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারি দলের নেতা ও জনপ্রতিনিধিরা নিজেদের নিয়েই ব্যস্ত, এরা দিনে দিনে ফুলে-ফেঁপে উঠছে। যাদের স্যান্ডেল পরার ক্ষমতা ছিল না তারা এখন গাড়ি চালাচ্ছে, ১০ তলা বাড়ি বানিয়েছে। কেউ গরিব হচ্ছে আর কেউ ফুলে বড়লোক হচ্ছে, যা এখন সারা দেশের চিত্র। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। আর এদের বিরুদ্ধে কথা বললেই মামলা দেওয়া হচ্ছে। কথা বলা, প্রতিবাদ করা, মিছিল করা যাবে না, সভা করা যাবে না। অথচ স্বাধীনভাবে কথা বলার জন্য পাকিস্তানিদের হাত থেকে এই দেশ স্বাধীন করা হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু সেই গণতন্ত্র এখন নেই। এখন দেশের মালিক ও গণতন্ত্র হলো আওয়ামী লীগ।’

মির্জা ফখরুল বলেন, ‘কৃষক ভাইয়েরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। সারের দাম বেশি, তা পাওয়া যায় না। এই সরকার জনগণের ওপর জবরদখল করে আছে। জনগণের মূল্যায়ন তাদের কাছে নেই, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয়।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]