
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
তুরস্কে চলতি বছরের ১৪ মে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, পুনরায় নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে এরদোয়ানের। তিনি বলেছেন, স্রষ্টাকে ধন্যবাদ জানাই যে, আমরা আপনাদের সঙ্গে আমাদের পথ ভাগ করে নেওয়ার ভাগ্য পেয়েছি।
তিনি আরো বলেছেন, আপনারা আমাদের মূল্যবান তরুণ, যারা আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন।
এরদোয়ান আরো বলেছেন, আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিষয়ে ঘোষণা দেবেন। তারপর দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে।
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে ২৮ মে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin