
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
প্রেমে বাধা দেওয়ায় বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রেমিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের নরেন চন্দ্রের মেয়ের সঙ্গে মুঠোফোনে নীলফামারীর সূর্য দেবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে সূর্য রবিবার সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে আসেন তাকে বিয়ে করতে। বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার এতে বাধা দেয় এবং আমতলীর গাজীপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। রাতেই পুলিশ সূর্যকে আটক করে থানায় আটকে রাখে।
এ ঘটনায় পরিবারের সাথে অভিমান করে বিষপান করেন সূর্যের প্রেমিকা। স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়ছে। প্রেমিক সূর্যদেবকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।
Posted ৪:১০ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin