
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
নেত্রকোণায় র্যাবের বিশেষ অভিযানে ২ হাজার ৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব। বুধবার সকালে এক ভিডিও বার্তা ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১৪ নেত্রকোণার রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান তল্লাশী করে। এ সময় পিকআপে থাকা ময়মনসিংহের গৌরীপুর থানার পরীশা হাটি গ্রামের মো আবুল কাশেমের ছেলে মুনকির মিয়া ও নেত্রকোণার জাহাঙ্গীরপুর গ্রামের গৌরাঙ্গর ছেলে গোবিন্দকে আটক করা হয়। সেই সঙ্গে পিকআপে থাকা ২ হাজার ৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ ভ্যানটি উদ্ধার করে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য বাংলাদেশে এনে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানিকারকদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারদের বুধবার সকালে নেত্রকোণা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin