বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যবসায়িক দ্বন্দ্বে ছুরিকাঘাত, তিনদিন পর যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

ব্যবসায়িক দ্বন্দ্বে ছুরিকাঘাত, তিনদিন পর যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত যুবক বিল্লাল হোসেনের (২৬) মৃত্যু হয়েছে। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বিল্লাল হোসেন উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।

জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গত ২২ জানুয়ারি আদমপুর বাজারে বিল্লালের সঙ্গে একই গ্রামের বসই মিয়ার পুত্র শাহীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহীন ছুরি দিয়ে বিল্লালের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। এ সময় তাকে বাঁচাতে বিল্লালের বড় ভাই মন্নান মিয়া (৪১) এগিয়ে গেলে তার ওপরও হামলা চালান শাহীন। পরে এলাকাবাসী ছুরিসহ শাহীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত বিল্লাল ও তার বড় ভাই মন্নানকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে বিল্লাল মারা যান।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার বলেন, ছুরিসহ আটক শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুরিকাঘাত হওয়া বিল্লালের জবানবন্দি গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]