শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পারিশ্রমিক বিতর্ক, অভিযোগের তীর চট্টগ্রামের দিকে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

পারিশ্রমিক বিতর্ক, অভিযোগের তীর চট্টগ্রামের দিকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়। এবারের চলমান আসরে যেন এমন কিছু না হয়, সে জন্য কঠোর সব নিয়মকানুন জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তাতেও বিতর্ক পিছু ছাড়ছে না। এবার বিতর্কের তীর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দিকে।

বিসিবি প্রণীত নিয়ম অনুযায়ী, অথচ আসর শুরুর সময় ২৫ শতাংশ, লিগ পর্বের আগে ৫০ শতাংশ আর টুর্নামেন্ট শেষ হবার এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ টাকা পরিশোধ করার নিয়ম ফ্র্যাঞ্চাইজিগুলোর।

তবে এখনো এক টাকাও পাননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেশি ক্রিকেটাররা। বিষয়টি জানিয়েছেন তাদের দুইজন ক্রিকেটার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান পরিচালন কর্মকর্তা। এর আগে ঢাকা ডমিনেটর্সের বিরুদ্ধেও একই অভিযোগ এসেছিলো।

বিসিবির নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশিদের পেমেন্ট পরিশোধ করলেও দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নাম না জানানোর শর্তে চ্যালেঞ্জার্সের গোমর ফাঁস করেছে দলের দুই ক্রিকেটার।

একজন ক্রিকেটার বলেন, আমাদের পেমেন্ট তো এখনো দেয়া হয় নাই। সমস্যাটা তো স্বাভাবিক। আমরা তো ক্রিকেটটা খেলছি টাকার জন্যই। প্রফেশনালি সবাই খেলছে সেখানে টাকাটাই জরুরি।

তবে ক্রিকেটারদের অভিযোগ মানতে নারাজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। আগের আসরগুলোর উদাহরণ টেনে পারিশ্রমিক পরিশোধের দাবিও জানিয়েছেন ফ্যাঞ্চাইজিটির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলম চৌধুরী।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলম চৌধুরী বলেন, ‘আপনি গত দুইবছরের আমাদের পেমেন্টের তালিকাটা দেখেন। আমরা কিভাবে পেমেন্ট করেছি, শতভাগ পেমেন্ট করেছি। থ্রু দ্য টুর্নামেন্ট আগে পরে হয়ে যায়। ‘

তবে এখনো কোনো পদক্ষেপ নিতে পারছে না বিসিবি। টুর্নামেন্টের মাঝপথে কোনো ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ব্যবস্থা নিতে পারছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। তাগাদা দিয়েই দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]