
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
সিলেট পর্বের প্রথম ম্যাচে কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। স্বাগতিক সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান।
বিপিএলের নবম আসরে সবার ধরাছোঁয়ার বাইরে সিলেট। ৭ ম্যাচ খেলে ছয়টিতে জিতে টেবিলে সবার ওপরে রয়েছে মাশরাফীর দল। এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে স্বাগতিকরা।
এদিকে শোয়েব মালিক, মোহাম্মদ নাওয়াজ, সিকান্দার রাজা, পাথুম নিশাঙ্কাদের মতো তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করলেও ধারাবাহিক পারফরম্যান্স হচ্ছে না রংপুরের। ছয় ম্যাচে ৩ জয় আর ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে সোহানের দলটি।
রংপুর রাইডার্স: মাহেদী হাসান, মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক), রবিউল হক, হারিস রউফ, হাসান মাহমুদ।
সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মাশরাফী মোর্তজা (অধিনায়ক), রেজাউর রহমান রাজা, মোহাম্মদ আমির।
Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin