বৃহস্পতিবার ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

যে একাদশ নিয়ে নামলো রংপুর ও সিলেট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

যে একাদশ নিয়ে নামলো রংপুর ও সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ঢাকা, চট্টগ্রাম হয়ে আবারো ঢাকার দ্বিতীয় পর্বের মধ্য দিয়ে শেষ হলো তিন পর্ব। বাকি ছিলো কেবল সিলেট পর্ব। আজ চায়ের নগরীতে মাঠে গড়ালো বিশ ওভারের এই আসর। টস হেরে ব্যাটিংয়ে সিলেট।

আজ রয়েছে দুটি খেলা, দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। দু’দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বের। তবে সিলেট অনেকটা নির্ভার থাকলেও রংপুরের চাই জয়। আর নিজ ঘরে সিলেট চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।

এমন দিনের প্রথম খেলায় আজ টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর রাইডার্স। আজকের খেলায় তাই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে নেমেছে রংপুর ও সিলেট।

সন্ধ্যা ৭টায় দিনের অন্য ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফী-মুশফিকদের সিলেট। আজকের ম্যাচে জয় নিয়ে টেবিল টপার সিলেটকে আরও শক্ত অবস্থানে নিতে চান অধিনায়ক মাশরাফী।

অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব-মিরাজদের বরিশাল। এছাড়া কুমিল্লা ও রংপুর ৮ ও ৬ পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। আর সমান করে ৪ পয়েন্ট নিয়ে শেষের দিকে অবস্থান করছে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম।

যে একাদশ নিয়ে নামলো দুই দল

সিলেট স্ট্রাইকার্সঃ

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, টম মুরস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মাশরাফী মোর্ত্তজা, মোহাম্মাদ আমির ও রেজাউর রহমান রাজা

রংপুর রাইডার্সঃ

মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন, রবিউল হক, মোহাম্মদ নওয়াজ, নুরুল হাসান, আজমতুল্লাহ ওমরজাই, হারিস রউফ ও হাসান মাহমুদ

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]