শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কান্নাভেজা চোখে সানিয়ার বিদায়

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

কান্নাভেজা চোখে সানিয়ার বিদায়

ক্যারিয়ারে শেষ সময়ে পৌঁছে গেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শেষবারের মতো খেলতে নেমেছিলেন কোনো গ্র্যান্ড স্লামে। তবে শেষটা সুখকর হলো না।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে কান্নাভেজা চোখে বিদায় নিলেন উপমহাদেশের টেনিসের গ্ল্যামার গার্ল।

অস্ট্রেলিয়ান ওপেনে রোহান বোপান্নার সঙ্গে জুটি বেঁধেছিলেন সানিয়া। ঠিকঠাক ফাইনালে পৌছালেও মিক্সড ডাবলসে ৭-৬ (৭-২) ও ৬-২ গেমে হারেন ব্রাজিলের লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোস জুটির কাছে।

ফাইনাল হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি। কেননা এটাই গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে তার শেষ ম্যাচ ছিল। তাই ক্যারিয়ারের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৩৬ বছর বয়সি এই টেনিস তারকা।

সানিয়া বলেন, ‘আমি কাঁদছি। এটা আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল ১৮। ‘

তিনি আরো বলেন, ‘সেবার সেরেনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম। আমার জীবনে রড লেভার অ্যারেনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আমার কাছে নেই। ’

ফাইনালে সানিয়া মির্জার খেলা গ্যালারিতে বসেই উপভোগ করেছেন তার চার বছর বয়সি ছেলে। পরিবারের সকলেই ছিল, কিন্তু স্বামী শোয়েব মালিক বাদে। বর্তমানে রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন শোয়েব।

২০০৫ সালে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার শুরু হয় সানিয়ার। ব্যক্তিগত ভাবে কোনো অর্জন না থাকলেও জুটি বেঁধে জিতেছেন একের পর এক শিরোপা। নারীদের দ্বৈত বিভাগে একটি করে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা আছে তারা।

মিশ্র দ্বৈত বিভাগেও কম সাফল্য নেই তার। উইম্বলডন ছাড়া বাকি সব গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন একবার করে। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ডব্লিউটিএ টুর্নামেন্টে শেষবারের মতো র‍্যাকেট হাতে নেবেন তিনি। তারপরই বিদায় জানাবেন ক্যারিয়ারকে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]