
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
‘কবে আমার হবি’ মিউজিক ভিডিওতে নওমি খান। মামুন আফনান রুমির লেখা ও আকরাম খানের সুরে ‘কবে আমার হবি’ গানটিতে কন্ঠ দিয়েছেন কাজি শুভ।
মিউজিক ভিডিওটি নেত্রকোনা ও দুর্গাপুরের পাহাড়ি অঞ্চলে বেশ কিছু চমৎকার লোকেশনে দৃশ্যায়ন করা হয়েছে আর এতে অভিনয় করেছেন নওমি খান ও আলভি মামুন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজিব হোসেন নিলয়।
নওমি বলেন মিউজিক ভিডিওটিতে কাজ করে খুব ভালো লেগেছে। টিমের সবাই খুব আন্তরিক ছিল আর দৃশ্যায়নও করা হয়েছে খুব সুন্দর লোকেশনে। মিউজিক ভিডিওটির কাজ সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে। আশা করি দর্শকের পছন্দ হবে।
Posted ৮:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin