
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বারসহ আবুল কালাম নামে একজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল ১১টার দিকে স্বর্ণের চালানটি আটক করা হলেও রাত ১১টা ৪৫ মিনিটে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়। আটককৃত আবুল কালাম শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক সাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৫৮৩ গ্রাম।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা। আটককৃত আসামি ও স্বর্ণ শার্শা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
Posted ৮:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin