বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেঞ্চুরির প্রশ্ন করতেই চমকে উঠলেন বিজয়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

সেঞ্চুরির প্রশ্ন করতেই চমকে উঠলেন বিজয়

বেশ ভালোভাবেই একপ্রান্ত আগলে রাখছিলেন আনামুল হক বিজয়। পঞ্চম ব্যাটার হিসেবে তিনি যখন আউট হন, তখন কেবল ১৫তম ওভার চলছে। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৭৮ রান করেছেন ফরচুন বরিশালের ব্যাটার। ফলে তার সামনে সেঞ্চুরির সুযোগ ছিল বেশ ভালোভাবেই।

কিন্তু হুট করে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে যান বিজয়। মিস করেন সেঞ্চুরির সুযোগ। তাহলে কি সেঞ্চুরি সম্ভব ছিল? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসার পর জানতে চাওয়া হয় বিজয়ের কাছে। অনেকটা চমকে গিয়েই তিনি জবাব দেন, ‘চাইলেই (সেঞ্চুরি সম্ভব ছিল?) সিরিয়াসলি!’

এরপর বিজয় বলেন, ‘আমাদের পরিকল্পনায় তো একটু ১৯-২০ আছেই। পরিকল্পনা ছিল মৃত্যুঞ্জয় ভালো বল করেছে দুই ওভার। আরেক ওভারে এসেছে মিডল অব দ্য টাইমে। অবশ্যই ওকে আমার দেখে খেলা দরকার ছিল। তাহলে হয়তো পরের ওভারে যে আসতো…

তিনি আরো বলেন, কত রান করতে পারতাম এটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু শেষ করে আসতে পারতাম। অবশ্যই আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখবো। পরে যদি এমন সুযোগ আসে, চেষ্টা করবো শেষ করে আসার। একেক সময় সামনে একেক পরিস্থিতি আসে।’

বিজয় যোগ করেনন, ‘আমি ওয়ানডেতে সেঞ্চুরির জন্য নামি, এটা সত্যি। টেস্টে সেঞ্চুরির জন্য নামি, এটাও সত্যি। টি-২০তেও নামি, কিন্তু সবসময় আসলে দলের পরিস্থিতি ওরকম থাকে না। ওয়ানডে-টেস্টে অবশ্যই সেঞ্চুরির জন্য নামি। টি-২০তে রান অনেক কম হয়, বিহাইন্ড দ্য সিনে সেঞ্চুরি থাকে না।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]