
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশের দুর্বলতা থাকলে বন্ধু দেশগুলো পরামর্শ দিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রোববার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের যদি কোনো দুর্বলতা থাকে বন্ধু দেশ আমাদের পরামর্শ দিতে পারে। ভালো পরামর্শ পেলে আমরা অবশ্যই গ্রহণ করব।’
মন্ত্রী বলেন, ২০০১-০৬ সালে বহির্বিশ্বে বাংলাদেশ দুর্নীতিগ্রস্থ, সন্ত্রাসী দেশ হিসেবে পরিচিত ছিল। এখন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, মানবাধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। অনেকে সেটা এখন ভুলে গেছে। তারা এখন আমাদের এখানে এসে বাড়াবাড়ি করে।
ভোটের অধিকার যাতে নিশ্চিত হয় সেজন্য বর্তমান সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলেও জানান মোমেন।
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin