বুধবার ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বই মেলায় কুবি শিক্ষকের প্রথম উপন্যাস ‘মহারাজাধিরাজ’

কুবি প্রতিনিধিঃ   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

বই মেলায় কুবি শিক্ষকের প্রথম উপন্যাস ‘মহারাজাধিরাজ’

 অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ প্রকাশিত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রেজওয়ান তালুকদারের প্রথম উপন্যাস ‘মহারাজাধিরাজ’। উপকথা প্রকাশন থেকে প্রকাশিত উপন্যাসটির প্রচ্ছদ করেছেন লুৎফি রুনা। ‘মহারাজাধিরাজ’ সম্পর্কে লেখক বলেন, রুপকাশ্রিত স্যাটায়ারধর্মী উপন্যাস। এক দূর সময়ের কোনো এক দূরের লোকালয়ের নির্বোধ কোনো জনগোষ্ঠীর অন্তঃসারশূন্য প্রথাসর্বস্বতা এবং অর্থহীন ও অকল্যাণকর কল্প-বিশ্বাসকে গল্পের বাঁকে বাঁকে তীর্যক ভাবে উপস্থাপনের মাধ্যমে লেখক বুঝি আমাদেরই সমসাময়িক কোনো প্রেক্ষাপট এবং সমাজের কোনো কোনো শ্রেণির মানুষের চিন্তা, মানস কাঠামো বা আচরণকে সুক্ষ বিদ্রুপ করার আভাস দিয়েছেন। প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে লেখক বলেন, গল্পই লিখতে বসেছিলাম। হঠাৎ খেয়াল করলাম গল্পটা আমার মাথার মধ্যে নিজে নিজেই দীর্ঘ হতে শুরু করেছে। আমি লেখক হিসেবে আর তাকে নিয়ন্ত্রণ করিনি। নিজে নিজেই সেটা একটা বড় গল্প বা উপন্যাসে রূপ নিলো। আর আমি পেলাম নিজের সৃষ্টির আনন্দ, নিজের লেখা প্রথম উপন্যাস। উল্লেখ্য, ‘মহারাজাধিরাজ’ ছাড়াও আলী রেজওয়ান তালুকদারের ‘আঁধারবৃক্ষ’ ও ‘নিভৃত চাঁদের গোধূলি গল্প’ নামে দুইটি গল্পগ্রন্থ ইতোপূর্বে প্রকাশিত হয়েছে। সবকটি বই উপকথা প্রকাশনের ১৭৭ নং স্টলের পাশাপাশি রকমারি থেকেও সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]