
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজধানীর গেন্ডারিয়ায় আগুনে পুড়ে গেছে টিন শেডের ১০টি দোকান ও একটি রিকশার গ্যারেজ। রোববার (২৯ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ভোর ৪টা ২১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সূত্রাপুর ও পোস্তগোলা স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin