
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
এবারের বিপিএলে দারুণ ছন্দে আছেন নাজমুল শান্ত। আসরের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। শনিবার (২৮ জানুয়ারি) রাতেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬০ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। শান্তর এমন পারফরম্যান্স দেখে তার প্রশংসা করতে বিন্দুমাত্র ভুল করেননি তারই জিম্বাবুয়েন সতীর্থ রায়ান বার্ল।
বিপিএলে শনিবার চট্টগ্রামের বিপক্ষে চ্যালেঞ্জিং টার্গেট পেয়েছিল সিলেট। তবে শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে শুরুতেই সেই চাপ সামলে নেয় সিলেট। পরে বার্লের ঝড়ো ইনিংসে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠে ছাড়ে তারা। শান্ত ৪৪ বলে করেন ৬০ রান। এর জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
সংবাদ সম্মেলনে শান্তর প্রশংসা করে বার্ল বলেন, ‘অসাধারণ, অসাধারণ খেলেছে সে (শান্ত)। পাওয়ার প্লে-তে সে যেভাবে শুরু করেছে, এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারতাম না আমরা। সব কৃতিত্ব তার। ক্লাসি… স্টাইলিশ… ক্লিশে আরও যত কথা আছে, বলতে পারেন ইনিংসটি নিয়ে। দারুণ ইনিংস ছিল।’
অবশ্য বার্লও তার ব্যাটিং তাণ্ডব দেখিয়েছেন। ১৬ বলে তিন ছক্কা ও ৪ চারে করেছেন ৪১ রান। তবে নাজমুল শান্তকেই মাঠে বার্লের ভালো লেগেছে বলেছেন তিনি।
তবে এমন দুর্দান্ত ফর্মে থেকেও তিনি দুঃসংবাদ পেলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট ভাঙায় নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার।
চট্টগ্রামের বিপক্ষে ৬০ রান করে আউট হওয়ার পর মাঠের বাইরে এসে হেলমেট মাটিতে ছুড়ে মারেন শান্ত। যার ফলে বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন তিনি। ২.২ অনুচ্ছেদের সেই ধারা অনুযায়ী ক্রিকেট সরঞ্জামাদি ভাঙার চেষ্টা বা এ ধরনের কোনো কাজ করার কারণে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin