
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
রোববার রাত ১১টার দিকে নদীপথে ঘন কুয়াশা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম।
তিনি বলেন, রাতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নদী পথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ১১টার পর নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমলে আবার শুরু হবে ফেরি চলাচল।
Posted ২:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin