
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।
রোববার রাত আড়াইটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রোববার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে।
Posted ২:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin