
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে স্পট এডমিশন (তাৎক্ষণিক সাক্ষাৎকারে ভর্তি) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই ইউনিটে ১৩৪টি শূণ্য আসনে ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ ভর্তি নেওয়া হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির টেকনিক্যাল কর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম।
তিনি বলেন, স্নাতক (সম্মান) ১ম বর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটে অষ্টম মেধাতালিকা থেকে ভর্তির পর বিভিন্ন বিভাগে বিদ্যমান শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে তাৎক্ষণিক সাক্ষাৎকারে ভর্তি (স্পট এডমিশন) করা হবে। এ লক্ষ্যে ওয়েবসাইটে উল্লেখিত মেধাক্রমভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারি নির্ধারিত স্থান ও সময়সূচি অনুযায়ী (প্রাথমিক ভর্তি হয়ে থাকলে ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ নিয়ে) উপস্থিত হতে বলা হচ্ছে।
তিনি আরো বলেন, ওয়েবসাইটে উল্লেখিত বিভাগে তারাই ভর্তি হতে পারবেন যাদের স্পট এডমিশনের জন্য ডাকা হয়েছে এবং তাদের পছন্দের তালিকায় উক্ত বিভাগসমূহ রয়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের মেধাক্রম ৮০০১ থেকে ৯৪০০ পর্যন্ত সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২১নং রুমে সাক্ষাৎকার ও ভর্তি চলবে। অন্যদিকে, দুপুর ২টা থেকে ‘বি’ ইউনিটের মেধাক্রম ১১০১ থেকে ১৬৫০ পর্যন্ত একই জায়গায় ভর্তি চলবে। আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে।
ওয়েবসাইট সূত্রে আরো জানা যায়, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) শিক্ষার্থীদের জন্য সমুদ্রবিজ্ঞান বিভাগে ২৩টি, নৃবিজ্ঞান বিভাগে ২৫টি, বাংলা বিভাগে ৩টি, লোক প্রশাসন বিভাগে ৪টি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগে ১৬টি, সমাজকর্ম বিভাগে ২৫টি এবং সমাজবিজ্ঞান বিভাগে ২৮টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া ‘বি’ ইউনিটের (মানবিক) শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র নৃবিজ্ঞান বিভাগে ১০টি আসন ফাঁকা রয়েছে।
Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin