শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের প্রশংসায় বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহো

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

শাহরুখের প্রশংসায় বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহো

‘পাঠান’ ঝড় চলছে উপমহাদেশে। ভারতজুড়ে শাহরুখের ‘চাহানেওয়ালা’র কমতি নেই, তবে কিং খানের প্রশংসাকারী ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে।

শুধু প্রবাসী ভারতীয়রাই নন, বাদশাহর ম্যাজিক থেকে বাদ পড়েননি পশ্চিমা দুনিয়ার অনেক নামিদামি ব্যক্তিত্বরা। যেমন ধরুন শাহরুখের ভক্ত ‘দি অ্যালকেমিস্ট’ কিংবা ইলেভেন মিনিটসের লেখক পাওলো কোয়েলহো। বরাবরই শাহরুখকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। ‘পাঠান’ ম্যাজিকে আপ্লুত হয়ে কিং খানের জন্য কলম ধরলেন তিনি।

টুইটারে শাহরুখের ভূয়সী প্রশংসা করে টুইট করেছিলেন তিনি। শুক্রবার তার উত্তর দিলেন শাহরুখ। বিশ্ব বক্স অফিসে মাত্র সাত দিনে ৬০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘পাঠান’। এমন সময়ই পাওলো শাহরুখকে নিয়ে লেখেন, ‘বাদশাহ। কিংবদন্তি। বন্ধু। কিন্তু সব কিছুর ওপরে তিনি অসাধারণ একজন অভিনেতা।’

সঙ্গে লেখেন, ‘পশ্চিমের দেশগুলোতে যদি কেউ ওকে না চেনেন, বলে রাখি, ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’- দেখে নিন শাহরুখকে তা বুঝে যাবেন।’

বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ঔপন্যাসিকের এই বার্তায় গর্বিত শাহরুখভক্তরা। চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই আজকাল টুইটারে প্রচণ্ড সক্রিয় শাহরুখ জবাব দিলেন পাওলোর টুইটের। তিনি পাল্টা লেখেন, ‘বন্ধু পাওলো, তুমি সব সময় এমনই উদার এবং অকুণ্ঠ। এবার দেখা করো, যত তাড়াতাড়ি দেখা করা সম্ভব, তার চেয়েও বেশি তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক।’

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]