শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের খোঁজে ব্যাটিংয়ে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

জয়ের খোঁজে ব্যাটিংয়ে চট্টগ্রাম

দেখতে দেখতে শেষের পথে এগোচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। চলমান আসরের ৩৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম।

হোমের দল এবারের আসর থেকে তিন ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ নিয়মরক্ষার ম্যাচ খেলতে মাঠে নামছে দলটি। চট্টগ্রামের ভরাডুবির সময়ে অবশ্য কুমিল্লা মাঠে নামবে শীর্ষ দুইয়ে জায়গা করে নেয়ার লক্ষ্যে।

এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে চট্টগ্রাম। ৯ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পাওয়া চট্টগ্রামের এখন জয় পাওয়াটা হবে অন্য দলগুলোর জন্য পঁচা শামুকে পা কাটার মতো।

কুমিল্লা সেই পথে নিশ্চয়ই পা দিবে না। দলটির লক্ষ্য এখন শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়া। ৯ ম্যাচের ৬টিতেই জয় পাওয়া কুমিল্লা বাকি তিন ম্যাচে জিতলে সেই সম্ভাবনা থাকবে।

এদিকে এই ম্যাচে কুমিল্লা পাচ্ছে না দলটির অন্যতম সেরা তারকা লিটন দাসকে। আগের ম্যাচে হাতে আঘাত পাওয়া লিটনকে এই ম্যাচে বিশ্রামে রেখেছে দলটি। তার বদলে একাদশে এসেছেন সৈকত আলী।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, কার্টিস ক্যাম্পার, উসমান খান, মেহেদী মারুফ, খাজা নাফে, জিয়াউর রহমান, দারউইশ রাসুলি, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদী হাসান রানা এবং মোহাম্মদ নিহাদুজ্জামান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), সৈকত আলী, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, আবরার আহমেদ, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]