শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নৌবাহিনীতে বশেমুরবিপ্রবি থেকে প্রথম সাব লেফটেন্যান্ট সাজিদ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

নৌবাহিনীতে বশেমুরবিপ্রবি থেকে প্রথম সাব লেফটেন্যান্ট সাজিদ

বাংলাদেশ নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট পদে ডাক পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী কাজি সাজিদুল হক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট পদে যোগ দেওয়া তিনিই প্রথম শিক্ষার্থী। সাজিদ অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত নভেম্বরে শেষ হওয়া বাংলাদেশ নৌবাহিনীর শর্ট কোর্সের DEO 2023A ব্যাচ থেকে গ্রিনকার্ড পান। তবে পরবর্তীতে তাকে DEO 2023B তে শিফট করে দেওয়া হয়। এ ব্যাচের প্রশিক্ষণ আগামী জুনের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজের অনুভূতি প্রকাশে সাজিদ বলেন, আসলে কলেজ জীবন শেষ করার পর থেকে বারবার লংকোর্সে সাব লেফটেন্যান্টের জন্য চেষ্টা করে আসছিলাম। তবে এবার শর্টকোর্সের মাধ্যমে সেই স্বপ্ন গ্রাজুয়েশন শেষে সত্যি হলো। এজন্য আমি মহান আল্লাহর পাশাপাশি সহায়তাকারী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সাব-লেফটেন্যান্টের স্বপ্ন দেখা তরুণদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মানুষের দক্ষতা আর প্রচেষ্টা মানুষকে অনেক দূরে এগিয়ে নেয়। যেকোনো কাজের জন্য লেগে থাকলে সফলতা আসতে বাধ্য। সাব লেফটেন্যান্ট পদে চাকরির জন্যও এর বিকল্প নেই।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]