শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মেসির গোলে তুলুজের বিপক্ষে পিএসজির জয়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

মেসির গোলে তুলুজের বিপক্ষে পিএসজির জয়

শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লাগল পিএসজির। উজ্জীবিত ফুটবলে এগিয়ে গেল তুলুজ। সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ক্রিস্তফ গালতিয়ের দল। চমৎকার দুটি গোল উপহার দিলেন আশরাফ হাকিমি ও লিওনেল মেসি। লিগ টেবিলে শীর্ষস্থান আরো সংহত করল চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। তাদের দুইটি প্রচেষ্টা পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে এই ম্যাচে পায়নি পিএসজি। ব্রাজিলিয়ান তারকা ছিলেন না মোঁপেলিয়ের বিপক্ষে ৩-১ গোলে জেতা আগের ম্যাচেও।

চতুর্দশ মিনিটে পিএসজির চোটের তালিকা দীর্ঘ হয়। প্রতিপক্ষের চ্যালেঞ্জে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেস। পাঁচ মিনিট পরই গোল খেয়ে বসে স্বাগতিকরা। তুলুজের মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে একজনের পায়ে লেগে জালে জড়ায়।

৩৪তম মিনিটে সমতায় ফিরতে পারত পিএসজি। মেসির কর্নারে কাছের পোস্টে হেডের চেষ্টায় মার্কিনিয়োস মাথা ছোঁয়াতে পারেননি, দূরের পোস্টে লাগে বল। পরের মিনিটে তুলুজের আবুখলাল হেডে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। খানিক পরই দারুণ গোলে সমতা টানেন হাকিমি। বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন মরক্কোর এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে তুলুজের ওপর চাপ বাড়ায় পিএসজি। সেই ধারাবাহিকতায় ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় তারা। হাকিমির পাসে বল বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ৭৬তম মিনিটে আর্জেন্টাইন তারকার আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে যায়। যোগ করা সময়ে গোলের সুযোগ আসে দুই দলের সামনেই। দারুণ এক সেভে লিড ধরে রাখেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পরে মেসির শট পোস্টে লাগে।

২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]