
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় প্রমিলা মণ্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন পাগলের স্ত্রী।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হওয়ার তার পরিবারে চলছে আহাজারি।
জানা যায়, প্রমিলা মণ্ডল বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় গোয়ালডাঙ্গা বাজারের দিক থেকে আসা একই গ্রামের শামসুর গাজীর ছেলে নাসির গাজীর রাশিয়ান ট্রাক্টরের ফলায় বেঁধে গুরুতর আহত হন।
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin