কুরুক্ষেত্রের যুদ্ধ যখন বাধে, এই কর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। সহোদরদের বিরুদ্ধে প্রাণঘাতী লড়াইয়ে নামতে হয় তাঁকে। জননী কুন্তী স্বার্থপর এক নারীরূপে কর্ণের সামনে উপস্থিত হন। মায়ের আত্মপরতা বুঝেও মাকে খালি হাতে ফেরান না কর্ণ।

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
কুরুক্ষেত্রের যুদ্ধ যখন বাধে, এই কর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। সহোদরদের বিরুদ্ধে প্রাণঘাতী লড়াইয়ে নামতে হয় তাঁকে। জননী কুন্তী স্বার্থপর এক নারীরূপে কর্ণের সামনে উপস্থিত হন। মায়ের আত্মপরতা বুঝেও মাকে খালি হাতে ফেরান না কর্ণ।
হরিশংকর জলদাসের জন্ম ১৯৫৩ সালে, উত্তর পতেঙ্গার জেলেপল্লীতে। সমাজলাঞ্ছিত হয়ে মধ্যবয়সে কলম ধরেছেন। ৫৫ বছর বয়সে লিখেছেন প্রথম উপন্যাস ‘জলপুত্র’।
লেখালেখির স্বীকৃতি হিসেবে এরই মধ্যে অর্জন করেছেন রাষ্ট্রীয় একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ইত্যাদি।
Posted ১:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin