বৃহস্পতিবার ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইরানে হাজারও বন্দিকে ক্ষমা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ইরানে হাজারও বন্দিকে ক্ষমা ঘোষণা

ইরানে হাজার হাজার কারাবন্দিকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া অনেকে রয়েছেন।

রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বন্দিদের এই ক্ষমা ঘোষণা করেছেন।

গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে থাকাকালীন মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঐ সময় দেশটির কঠোর হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। চলমান এই বিক্ষোভ বিদেশিদের ইন্ধনে অনুষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেছে ইরানের কর্তৃপক্ষ। বিক্ষোভ মোকাবিলায় ইরানের নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করছে বলে অভিযোগ করেছে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা।

মানবাধিকার সংস্থাগুলো বলেছে, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের কারণে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭০ জন শিশু রয়েছে। এছাড়া বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছে আরো প্রায় ২০ হাজার মানুষ।

তবে হিজাববিরোধী বিক্ষোভে সহিংসতা চালানোর অভিযোগে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটিতে বিক্ষোভের গতি কিছুটা ধীর হয়েছে।

এদিকে ইরানের সরকারি গণমাধ্যম বলেছে, বিচার বিভাগের প্রধানের কাছ থেকে একটি চিঠি পাওয়ার পর সর্বশেষ এই ক্ষমা ঘোষণা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিচার বিভাগের ঐ চিটিতে গ্রেফতারদের অনেকে বিদেশিদের প্রভাব এবং প্রচারের কারণে বিপথে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এতে কয়েকজন বিক্ষোভকারী দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বলে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, তবে যারা অত্যধিক গুরুতর অপরাধ— যেমন বিদেশী এজেন্টদের পক্ষে গুপ্তচরবৃত্তি, হত্যা বা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের মতো অভিযোগের সাথে জড়িত তাদের ক্ষমা করা হবে না।

এছাড়া দেশটিতে গ্রেফতার কোনো দ্বৈত নাগরিকের ক্ষেত্রে ক্ষমা ঘোষণার এই পদক্ষেপ প্রযোজ্য নয় বলেও চিঠিতে জানানো হয়েছে। সূত্র: বিবিসি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]