
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশ দু’টির কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।
এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে শুধুমাত্র তুরস্কেই নিহত হয়েছেন অন্তত ৭৬ জন। এছাড়া আহত হয়েছেন প্রায় সাড়ে ৪’শ। রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া সিরিয়া-তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে সিরিয়ায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। দেশটিতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
ভূমিকম্পে তুরস্কের বিভিন্ন এলাকায় অনেক ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন।
তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে প্রাণহানি বাড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin