
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ময়মনসিংহে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ৮৬ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এরইমধ্যে ওই মামলায় পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম, এমদাদুল হক, হারুন মিয়া, আরিফুল ইসলাম এবং মোক্তার। তারা ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল।
তিনি বলেন, শনিবার পুলিশের ওপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই ত্রিদীপ কুমার বীর বাদী হয়ে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় রোববার সকালে ৫ আসামিকে গ্রেফতার করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin