
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবু সাইদ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কারারক্ষী জুয়েল তালুকদার অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও কারারক্ষীর বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো রোকনুজ্জামান জানান, মারা যাওয়া আবু সাইদ মৃত হাবেজের ছেলে। হত্যা মামলার আসামি ছিলেন তিনি।
Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin