
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
শুরুতে গল্পটা এমন ছিল না। অন্য সব শিশুর মতো সেও একহাতে লেখা শুরু করেছিল। তাই একটি হাতই লেখার ক্ষেত্রে বেশি সচল। অবশ্য সচল হাতটি যদি আটকে থাকে, সে ক্ষেত্রে চেষ্টা করলে অন্য হাতটি দিয়ে কাঁপা কাঁপা ভাবে নামটুকু লিখে ফেলতেই পারেন। কিন্তু সমান তালে দুই হাতে ১১ রকম ভঙ্গিতে লিখতে পারবেন কী?
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমনই বিরল ক্ষমতাসম্পন্ন এক কিশোরীর ভিডিও। সেখানে দেখা গিয়েছে দেওয়ালে ঝোলানো বোর্ডে কীভাবে চক দিয়ে অনায়াসে দুই হাতে লিখে চলেছে সে। তবে একসঙ্গে শুধু দুই হাতে লেখা নয়, ১১ রকম ভঙ্গিতে লিখতে পারে ম্যাঙ্গালুরুর বাসিন্দা, বছর ১৭-এর আদি স্বরূপা।
ইংরেজি এবং কন্নড় দুই ভাষাতেই সাবলীল স্বরূপা লিখতে পারে বিপরীত দুইটি দিক থেকেও। মস্তিষ্কের দুইটি ভাগকে একসঙ্গে সমান তালে কাজ করানোর বিশেষ এই ক্ষমতা ১০ লক্ষের মধ্যে দেখা যায় মাত্র এক জনের।
স্বরূপার লেখার কৌশল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই বিস্ময়ে হতবাক নেটিজেনরা। কারো মতে, ‘তার এই ক্ষমতা স্রষ্টাপ্রদত্ত।’ আবার কারো মতে, তিনি ‘বিরলতম প্রতিভার অধিকারী স্বরূপা।’
স্বরূপার এই বিশেষ ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে, বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত করা হয় তাকে। দেওয়া হয় বিশ্ব সেরার তকমাও।
Posted ৭:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin