
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
শত বিতর্কের পরও পাঠানের সাফল্য ঈর্ষণীয়। বয়কটের ডাকের জবাব দিলো শাহরুখ ভক্তরা। মুক্তির দ্বিতীয় রবিবারও হাউজফুল। পাঠান ঝড় অব্যাহত। খুব জলদি হয়তো শাহরুখ খানের ছবি ঢুকে পড়বে হাজার কোটির ক্লাবে। ভারতীয় ছবির ক্ষেত্রে ব্যবসার এ অঙ্ক নিসন্দেহে বিরল।
শাহরুখের পাঠান ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। এখনও বক্স অফিসে সেই ঝড় অব্যাহত। মুক্তির দ্বিতীয় রবিবারে শাহরুখ খানের ছবি দেখতেও হলগুলো হাউজফুল। মুক্তির ১২ দিনে ঘরোয়া বক্স অফিসে মোট ৪২৯.৯ কোটি আয় করেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি ছবিটি। আর বিশ্বব্যাপী ৮৩২.৮০ কোটি আয় করেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা এবং জন আব্রাহামও রয়েছেন। মুক্তির দ্বিতীয় রবিবারে (রিলিজের ১২ তম দিনে) চলচ্চিত্রটির হিন্দি সংস্করণ ভারতে আয় করল ২৭.৫ কোটি। যার ফলে ছবিটির হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ভারতে ৪১৪.৫ কোটি। অন্যান্য ভাষায় ডাব করা সংস্করণগুলি আরও ১৫.৪০ কোটি আয় করেছে।
রবিবার পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ৮৩২.২০ কোটি মোট সংগ্রহ করেছে। যেখানে দেশীয় মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫১৫ কোটি। আপাতত শাহরুখ-জ্বরে কাঁপছে সবাই। চার বছরের বেশি সময় পর বক্স অফিসে ফিরেছে শাহরুখ। ২০১৮ সালে তাকে শেষ দেখা গিয়েছিল জিরো ছবিতে, আনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে। তবে সেই ছবিখানা ব্যর্থ হয়। সুপার ফ্লপও বলা যেতে পারে। তখনই সামনে আসে একটা ছোট বিরতি নিয়ে ফিরবেন কিং খান। যদিও সেই ছোট্ট বিরতিটাই লম্বা হয়ে যায় করোনা, লকডাউন, মাদক মামলায় আরিয়ানের জেলে যাওয়ায়। সেই সময় পাঠানের শ্যুট মাঝপথে থামিয়ে ফিরে আসেন শাহরুখ। মাসখানেক কাজেও যাননি। তবে অনুরাগীরা বুঝিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় একাংশ যতই ট্রোল করুক, পছন্দের নায়কের পাশে তারা সবসময়, সব পরিস্থিতিতে আছেন।
এরপর শাহরুখের আরও দুটো ছবি আসার কথা রয়েছে চলতি বছরে। বছরের মাঝামাঝি ২ জুন আসছে আটলির পরিচালনায় জওয়ান। এই ছবিটি শাহরুখের হোম প্রোডাকশনে তৈরি। এটিও অ্যাকশন থ্রিলার। শোনা যাচ্ছে, শাহরুখকে নাকি দেখা যাবে দ্বৈত চরিত্রে। তিনি ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি এবং নয়নতারা।
Posted ৫:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin