বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই শিক্ষকের উপহার নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সেই শিক্ষকের উপহার নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম

সম্প্রতি বগুড়ায় সংসদ সদস্য (এমপি) পদের উপনির্বাচন চলাকালে আলোচিত ইউটিউবার ও এমপি পদপ্রার্থী হিরো আলমকে একটি গাড়ি উপহারের ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক শিক্ষক। অবশেষে সেই গাড়ি নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিনি উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমানের বাড়িতে যাবেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম জানান, তিনি বেলা ১১টার দিকে মখলিছুর রহমানের বাড়িতে যাবেন।

এম মখলিছুর রহমান চুনারুঘাট উপজেলার নরপতি হাজী আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি ফেসবুকে বগুড়ার উপনির্বাচনের সময় হিরো আলমকে একটি নোয়াহ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন।

এদিকে প্রিন্সিপাল এম মখলিছুর রহমান সোমবার তার ফেসবুক পেজে হিরো আলমের আসার বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি গণমাধ্যমকর্মীদের তার বাড়িতে যেতে নিষেধ করেন। যদি গণমাধ্যমকর্মীরা তার বাড়িতে যান তাহলে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও হুমকি দেন।

এর আগে গত ৩১ জানুয়ারি হিরো আলমকে নিজের নোয়াহ গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও দেন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমান। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের ঐ ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাকে উপহার দিতে চাই।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]