মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ২৪ কোটি টাকার মামলা!

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ২৪ কোটি টাকার মামলা!

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক তরুণীর বিরুদ্ধে ৩০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ কোটি টাকারও বেশি) মামলা করেছেন প্রত্যাখ্যাত ব্যক্তি।

সম্প্রতি সিঙ্গাপুরে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস।

প্রতিবেদনে জানানো হয়, নোরা ট্যান নামের এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কে কাশিগান নামে এক ব্যক্তি। তবে নোরা তাকে ফিরিয়ে দেন। এরপর ওই তরুণী তাকে ‘অবসাদের’ দিকে ঠেলে দিয়েছেন এবং এতে ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ হয়েছে উল্লেখ করে মামলা করেন কাশিগান। গত ১৮ মাস ধরে এ নিয়ে আইনি লড়াই চলছে।

২০১৬ সালে নোরা ও কাশিগানের দেখা হয়। দ্রুতই তারা বন্ধু হয়ে ওঠেন। তাদের সম্পর্কে ফাটল ধরে ২০২০ সালের সেপ্টেম্বরে যখন কাশিগান জানতে পারেন, নোরা তাকে শুধুই বন্ধু হিসেবে বিবেচনা করেন। বিষয়টি জানতে পেরে অসন্তুষ্ট হয়ে ওঠেন কাশিগান এবং প্রেমের সম্পর্কে লিপ্ত না হলে নোরার বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

এরপর বিষয়টি সহজ করতে কাশিগানের সঙ্গে কাউন্সেলিং সেশনে অংশ নিতে সম্মত হন নোরা, যা দেড় বছরের বেশি সময় ধরে চলেছিল। তবে একপর্যায়ে তিনি অস্বস্তি বোধ করার কথা জানান। বিষয়টি ভালোভাবে নেননি কাশিগান।

গত বছরের মে মাসে কাশিগানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন নোরা। এরপর তার বিরুদ্ধে তিন মিলিয়ন ডলারের মামলা করা হয়। এছাড়াও ২২ হাজার মার্কিন ডলারের আরো একটি মামলা করা হয় নোরার বিরুদ্ধে। কাশিগানের অভিযোগ, সম্পর্ক ঠিক করার যে চুক্তি দুজনের মধ্যে ছিল নোরা তা ভেঙে চলে গেছেন।

আদালতে কাশিগান অভিযোগ করেছেন, নোরার কিছু মন্তব্য ও অবহেলায় তার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। তবে এর মধ্যে নোরার বিরুদ্ধে আনা ২২ হাজার মার্কিন ডলারের মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। রায়ে কাশিগানের অভিযোগকে ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়।

আদালত জানিয়েছেন, আইনি পথে জোর করে সম্পর্কে বাধ্য করা সমর্থনযোগ্য নয়। এটি আদালতের প্রক্রিয়ার অপব্যবহারের শামিল। তবে কাশিগানের অপর মামলায় আদালত কী রায় দেন তার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(215 বার পঠিত)
(193 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]