শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের প্লে অফে বসছে তারার মেলা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

বিপিএলের প্লে অফে বসছে তারার মেলা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই দেশি-বিদেশি তারকার হাট। যেখানে ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশের সেরা সব ক্রিকেটারদের দলে ভেড়ান ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশের ও বাইরের ক্রিকেটারদের যৌথ পারফরম্যান্স থেকে উপকৃত হয় আয়োজক দেশ, শক্ত হয় পাইপলাইন।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম থেকেই পাকিস্তানি ক্রিকেটাররা আলো ছড়িয়েছেন। মাঝপথে তাদের বেশিরভাগই দেশে ফিরে যাওয়ায় বিপিএল তারকাশূন্য হওয়ার শঙ্কা তৈরি হয়। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বিপিএলের প্লে অফ খেলতে ঢাকায় আসছেন বিশ্বের তারকা ক্রিকেটাররা।

শুক্রবার দিবাগত রাতে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার মারকুটে ব্যাটার ভানুকা রাজাপাকসে। অলরাউন্ডার ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এবং আফগান স্পিনার মুজিব উর রহমান যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে এসেছেন ইংলিশ তারকা মঈন আলি।

এর আগে বরিশালের স্কোয়াডে যোগ দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস, খেলেছেন লিগ পর্বের শেষ ম্যাচেও। বিপিএল মাতাতে উইন্ডিজ অলরাউন্ডর ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড কিংবা সাবেক আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররাও আসতে পারেন বলে জানা গেছে।

রোববার থেকে মিরপুর শের-ই বাংলার হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে প্লে অফের লড়াই। তার আগে আগামীকাল (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে রংপুর ও বরিশাল। একই দিনে সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুই দল সিলেট ও কুমিল্লা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]