শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া ছেড়ে আর্জেন্টিনায় ৫ হাজার অন্তঃস্বত্বা!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

রাশিয়া ছেড়ে আর্জেন্টিনায় ৫ হাজার অন্তঃস্বত্বা!

বিগত কয়েক মাসে রাশিয়া ছেড়ে আর্জেন্টিনায় প্রবেশ করেছেন অন্তত ৫ হাজার রুশ অন্তঃসত্ত্বা নারী। এর মধ্যে গত বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) এক ফ্লাইটেই আর্জেন্টিনায় প্রবেশ করেছেন ৩৩ জন। আর্জেন্টাইন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আর্জেন্টিনার ন্যাশনাল মাইগ্রেশন এজেন্সি জানিয়েছে, অধিকাংশ নারীই এসেছেন তাদের সন্তান প্রসব হওয়ার সম্ভাব্য শেষ মাসে। ধারণা করা হচ্ছে, দেশটিতে আসা নারীরা তাদের সন্তানের আর্জেন্টিনার নাগরিকত্ব নিশ্চিত করতেই এমনটা করেছেন।

এর আগেও, রুশ নারীরা আর্জেন্টিনায় গিয়ে সন্তান জন্ম দিয়েছেন। তবে ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে যুদ্ধের পর থেকেই এই হার অনেক বেড়ে গেছে।

এদিকে, গত বৃহস্পতিবার যেসব নারী আর্জেন্টিনায় প্রবেশ করেছেন, তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাগজপত্রে ঝামেলা থাকায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল মাইগ্রেশন এজেন্সির প্রধান ফ্লোরেন্সিয়া ক্যারিনানো। তাদের সঙ্গে আগের দিন আসা আরও তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ফ্লোরেন্সিয়া ক্যারিনানো জানান, ‘প্রাথমিকভাবে ওই নারীরা দাবি করেছিলেন তারা আর্জেন্টিনায় প্রবেশ করেছেন পর্যটক হিসেবে। কিন্তু তাদের কার্যক্রমে তা প্রমাণিত না হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা স্বীকার করেন যে, তারা পর্যটনের জন্য আসেননি।’ তিনি বলেন, ‘রুশ নারীরা তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিকত্ব পেতে চান কারণ এটি রুশ পাসপোর্টের চেয়ে বেশি স্বাধীনতা ও সুবিধা দেয়।’

ন্যাশনাল মাইগ্রেশন এজেন্সির প্রধান আরও বলেন, ‘সমস্যা হল তারা আর্জেন্টিনায় আসে, তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিক হিসেবে নথিবদ্ধ করে এবং চলে যায়। সারা বিশ্বে আমাদের পাসপোর্ট খুবই নিরাপদ। এটি পাসপোর্টধারীদের ১৭১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে দেয়।’ বিপরীতে রাশিয়ার পাসপোর্ট দিয়ে বিশ্বের ৮৭টি দেশে প্রবেশ করা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]