শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সঙ্গিনীকে কতক্ষণ আলিঙ্গন করবেন, জানুন মনোবিজ্ঞানীদের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সঙ্গিনীকে কতক্ষণ আলিঙ্গন করবেন, জানুন মনোবিজ্ঞানীদের পরামর্শ

প্রিয়জনের আলিঙ্গনে সব ক্লান্তি, মনখারাপ মুহূর্তে উধাও হয়ে যায়। কোনো কথা না বলেই বুঝিয়ে দেওয়া যায় মনের অনুভূতি। তবে নতুন প্রেমে পড়লে সঙ্গী বা সঙ্গিনীকে হাগ করতে দ্বিধা বা ভয় থাকতে বাধ্য। একটা জড়তা, কিন্তু কিন্তু ভাব থাকে। এটা দূর করতে হবে। আর জেনে নিতে হবে হাগ করার সঠিক পদ্ধতি।

লন্ডনের মনোবিজ্ঞানীরা বলছেন, ৫ থেকে ১০ সেকেন্ডের আলিঙ্গনই আদর্শ। গোল্ডস্মিথ ইউনিভার্সিটির গবেষকদের মতে, ছোট আলিঙ্গনের তুলনায় (মাত্র এক সেকেন্ড স্থায়ী) তুলনামূলক দীর্ঘ আলিঙ্গন তাৎক্ষণিক আনন্দ দেয়। চাপ কমে যায়। মন ভরে ওঠে ভালোবাসায়। এই নিয়ে একটি সমীক্ষাও চালান তারা। তাতেই উঠে আসে আশ্চর্যজনক তথ্য।

এই সমীক্ষায় প্রথমে বেশ কয়েকজন নারী-পুরুষের চোখ বেঁধে দেওয়া হয়। তারপর একে অপরকে আলিঙ্গন করেন তারা। এক সেকেন্ড, পাঁচ সেকেন্ড এবং ১০ সেকেন্ডের আলিঙ্গন। দীর্ঘ সময়ের আলিঙ্গনগুলোকেই সবচেয়ে বেশি নাম্বার দিয়েছেন অংশ গ্রহণকারীরা।

আর আলিঙ্গনের পর স্কুইজ তো দুর্দান্ত। অংশগ্রহণকারীদের মতে, ক্রিস-ক্রস আলিঙ্গন সবচেয়ে আরামদায়ক।

গবেষকরাও বলছেন, দীর্ঘ আলিঙ্গন খুব ছোট আলিঙ্গনের চেয়ে বেশি আনন্দদায়ক। তাছাড়া আলিঙ্গনের সময় সঙ্গী কী ভাববেন তা না চিন্তা করে সঙ্গী যে ধরনের আলিঙ্গনে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সম্পর্কে চিন্তা করতে হবে। প্রথমবার আলিঙ্গন করলে খুব শক্ত বা হালকাভাবে হাগ করা উচিত নয়। বরং এমনভাবে হাগ করতে হবে যাতে অন্যজন অনুভূতিগুলো বুঝতে পারেন।

মনোবিজ্ঞানীরা বলছেন, আলিঙ্গনের সময় তাড়াহুড়ো করা উচিত নয়। সঙ্গীর চোখে চোখ রেখে মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরতে হবে। দীর্ঘ আলিঙ্গন আরামদায়ক ঠিক কথা। কিন্তু তাই বলে খুব বেশি সময়ও নয়। আবার হঠাৎ করে আলাদা হয়ে যাওয়াও ঠিক হবে না। আস্তে আস্তে রোম্যান্টিকতার সঙ্গেই আলিঙ্গন শেষ করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]