বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে যৌতুক ছাড়াই একমঞ্চে ২০ দম্পতির বিয়ে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সিলেটে যৌতুক ছাড়াই একমঞ্চে ২০ দম্পতির বিয়ে

সিলেটের কানাইঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে একই মঞ্চে যৌতুক ছাড়া ২০ দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার ঐ উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল মা’আরিফ বালিকা মাদরাসা সংলগ্ন মাঠে ইসলামী শরীয়াহ মোতাবেক এ গণবিয়ের অনুষ্ঠান হয়।

ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের আয়োজনে ও মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট ইউকে’র অর্থায়নে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চতুল সরুফৌদ কৌমি মাদরাসার মুহতমিম মাওলানা বদরুল আলম।

আনুষ্ঠানিকতা শেষে সংগঠনের পক্ষ থেকে নব দম্পতিদের একটি করে সেলাই মেশিন, একটি ছাগল, খাট-আলনা, লেপ-তোষক, সংসার সাজানোর জন্য উপহারসামগ্রী এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়।

গণবিয়ের বর ও কনেদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানানমুসলিম ওয়েল ফেয়ার ইনস্টিটিউট ইউকে ও ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের প্রতিনিধিরা। তারা বিয়ের উপহারসামগ্রী কাজে লাগিয়ে সুখী পরিবার গঠনে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে বসবাসের আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে এ ধরনের যৌতুকবিহীন গণবিয়েসহ দারিদ্র্য বিমোচনে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন বলেন, গ্রামের দরিদ্র পরিবারের বিয়ের যোগ্য তরুণীদের অভিভাবকরা আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ে দিতে পারছিলেন না। ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে। এ পর্যন্ত এ ইউনিয়নে ৬টি গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]