শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নখই বলে দেবে শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

নখই বলে দেবে শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা

শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা, তা আগে থেকে সব সময়ে জানা যায় না। বাইরে থেকে বোঝার উপায়ও তেমন থাকে না। শরীরের অন্দরে রোগ ছড়িয়ে পড়ার পর বেশির ভাগ সময়ে বোঝা যায় কী হয়েছে। তবে কিছু রোগ শুরুতেই পূর্ব সঙ্কেত দিতে শুরু করে। এ ক্ষেত্রে নখ একটা বড় ভূমিকা পালন করে।

কয়েকটি রোগের লক্ষণ ফুটে ওঠে নখেই। সেগুলোর ব‍্যাপারে জানা থাকলে অনেক রোগের চিকিৎসা আগে শুরু করা সম্ভব। নখে সাদা দাগের আধিক্য দেখা দিলে বুজতে হবে শরীরে খনিজ পদার্থের ঘাটতে হচ্ছে। ঠিক তেমনই নখ দেখেই বোঝা সম্ভব ত্বকে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা।

নখের উপরে দাগের অর্থ হতে পারে ক্যান্সার। ত্বকের ক্যান্সারের অন‍্যতম লক্ষণ এই দাগ। কালো, ধূসর কিংবা বাদামি রঙের কোনো দাগ দেখতে পেলে ফেলে রাখবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন।

আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অনুসারে, হাত বা পায়ের আঙ্গুলের উপর একটি কালো রেখা ত্বকের ক্যান্সারের অন্যতম উপসর্গ হতে পারে। নখে কালো লাইন কিংবা ছোপ হতে পারে মেলানোমার লক্ষণ। হঠাৎ শরীরে কোনো আঁচিল বা মাংস পিণ্ড বাড়তে দেখা গেলে যেমন ত্বকের ক্যান্সারের বিষয় সতর্ক হতে হবে, তেমনই এই প্রকার কালচে বা বাদামি দাগ দেখলেও অবহেলা করবেন না। মেলানোমার রোগটা মূলত নখের নিচেই বৃদ্ধি পায়।

নখের আর কোন কোন উপসর্গ দেখলে ত্বকের ক্যান্সারের বিষয় সতর্ক হবেন?

>>> দুর্বল ও ভঙুর নখ।

>>> নখের চারপাশে রক্তপাত।

>>> নখের চারপাশে ত্বকের রঙে পরিবর্তন।

>>> নখের ধার দিয়ে পুঁজ রেরনো।

ত্বকের ক্যান্সার প্রতিরোধে কী কী সুরক্ষা নেবেন?

>>> সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের একটি অপরিহার্য উপাদান। তবে সূর্যের তীব্র আলোর সংস্পর্শ এড়িয়ে চলুন।

>>> শুধু গ্রীষ্মকালে নয়, শীতকালে বাড়ির বাইরে গেলে অতি অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এমনকি, আকাশ মেঘলা থাকলেও সানস্ক্রিন মেখে বেরোনোই ভালো।

>>> ত্বকে হঠাৎ করে অবাঞ্ছিত কোনো দাগ বা মাংস পিণ্ডের আবির্ভাব ঘটলে হেলাফেলা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]