মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাখির স্বামীর বিরুদ্ধে ইরানি তরুণীর এফআইআর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

রাখির স্বামীর বিরুদ্ধে ইরানি তরুণীর এফআইআর

বিপদ যেন কাটছেই না রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানির। রাখির পক্ষ থেকে আনা একাধিক অভিযোগের জেরে ১৪ দিনের জেল হেফাজতের মাঝেই নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল এক ইরানি তরুণী।

বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীনই জামিন অযোগ্য ধারায় আদিলের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭, ৪২০,৫০৪ এবং ৫০৬ ধারা অনুসারে আদিলের বিরুদ্ধে নালিশ দিয়েছেন নির্যাতিতা।

তরুণীর অভিযোগ, ভারতের মহীশূরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আদিল তাকে লাগাতার ধর্ষণ করেছেন। এমনকি বেশ কয়েকদিন একসঙ্গে থেকেছেন তারা। পাঁচ মাস আগে বিয়ের কথা বলায় তা নাকচ করে আদিল জানান ‘এমন অনেক মেয়ের সঙ্গেই আমার সম্পর্ক রয়েছে’। এরপর ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে মুখ বন্ধ করে রাখতে বলেন তিনি।

এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে আদিলের বিবাহিতা স্ত্রী বলে দাবি করেন রাখি। তার সঙ্গে প্রকাশ্যে বিয়ের ছবি এনে রাখি জানান, তার নিজ ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। তবে বিভিন্ন কারণে তাদের দাম্পত্য জীবনের কলহ যেন থামছিলই না। তাই তার বিরুদ্ধে অভিযোগ করেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতেই ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন আদিল।

ভারতীয় সংবাদমাধ্যমে রাখি জানান, আমাকে ঠকিয়েছে আদিল, ওর প্রথম বিয়ের কার্ড, ডিভোর্স পেপারসহ সব কিছুই আমার হাতে এসেছে।

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় হয় আদিল ও রাখির। এরপর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন দুজনে। পরে সেই বছরের জুন মাসে নতুন গাড়ি কেনার কথা বলে ওই অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা তুলে নেন আদিল। তবে সেই টাকা রাখিকে এখনো ফেরত দেননি তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]