শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আ.লীগ পাল্টা কর্মসূচি দিয়েও জনগণকে আকৃষ্ট করতে পারছে না’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

আ.লীগ পাল্টা কর্মসূচি দিয়েও জনগণকে আকৃষ্ট করতে পারছে না’

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিছবাহুল হক মিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি, আবদুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুল রহমান খছরু, উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক রায়হানুল হক রায়হান, বড়লেখা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার আহমেদ মজনু, ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন যুবদল সাবেক সদস্য সচিব এমরানুল হক বাবু। এছাড়াও নিজবাহাদুরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি দেখে বোঝা যায়, তাদের রাজনৈতিক দৈন্য-দশা এমন পর্যায়ে এসেছে যে, তারা পাল্টা কর্মসূচি দিয়েও জনগণকে আকৃষ্ট করতে পারছে না। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, সরকার পদত্যাগের দাবিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশে তিনি আরোও বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারী দেশের প্রতিটি মহানগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে নতুন কর্মসূচি আসতে পারে। গণবিরোধী এ সরকারের সকল চক্রান্তের বিরোদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]